২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলা দ্বিতীয়পত্র
চতুর্থ অধ্যায় : পরিচ্ছেদ-২ : ক্রিয়াপদ- আমজাদ হোসেন (পলাশ), সহকারী শিক্ষক (বাংলা) মাস্টার ট্রেইনার, ফরিদপুর উচ্চবিদ্যালয়, ফরিদপুর
- ১৩ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ‘চতুর্থ অধ্যায় : পরিচ্ছেদ-২ : ক্রিয়াপদ’ থেকে ১১টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২। ‘প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়’ বাক্যটিতে ‘উঠলে’ কোন ধরনের ক্রিয়া?
ক) সমাপিকা ক্রিয়া
খ) অসমাপিকা ক্রিয়া
গ) ক ও খ
ঘ) কোনটিই নয়
৩। ‘এ বছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া পদ ব্যবহৃত হয়েছে?
ক) সমাপিকা ক্রিয়া
খ) অসমাপিকা ক্রিয়া
গ) ক ও খ
ঘ) কোনটিই নয়
৪। ‘বাবা আমাকে একটি কলম দিয়েছেন’ বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া পদ ব্যবহৃত হয়েছে?
ক) মিশ্র ক্রিয়া
খ) অসমাপিকা ক্রিয়া
গ) দ্বিকর্মক ক্রিয়া
ঘ) প্রযোজক ক্রিয়া
৫। ক্রিয়ার ভাব কত প্রকার?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৬। সমধাতুজ কর্মের অপর নাম কী?
ক) সমাপিকা ক্রিয়া
খ) নাম ধাতুর কর্ম
গ) গৌণ কর্ম
ঘ) ধাত্বর্থক কর্ম
৭। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
ক) আমরা তাজমহল দর্শন করলাম
খ) শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে
গ) দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে
ঘ) সাপুড়ে সাপ খেলায়
৮। ‘তোমার মঙ্গল হোক’- এখানে ক্রিয়ার কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) নির্দেশক ভাব
খ) অনুজ্ঞা ভাব
গ) সাপেক্ষ ভাব
ঘ) আকাক্সক্ষা ভাব
৯। ‘শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন’ বাক্যটিতে কোন প্রকারের ক্রিয়া পদ ব্যবহৃত হয়েছে?
ক) মিশ্র ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) একটিও নয়
১০। যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে বলে-
ক) মৌলিক ক্রিয়া
খ) যৌগিক ক্রিয়া
গ) প্রযোজক ক্রিয়া
ঘ) একটিও নয়
১১। প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?
ক) মৌলিক ক্রিয়া
খ) নিজন্ত ক্রিয়া
গ) যৌগিক ক্রিয়া
ঘ) সমাপিকা ক্রিয়া
উত্তর : ১. ক ২.খ ৩. ক ৪.গ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ ১১.খ।